বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে আরও সমবায় ব্যাঙ্ক চান মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০১৭
news-image

গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে চায় রাজ্য সরকার৷ এই লক্ষ্যে গ্রামে আরও সমবায় ব্যাঙ্ক করার উদ্যোগের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার তিনি সমবায় নিয়ে এক বৈঠকে সমবায় ব্যাঙ্কের ওপর গুরুত্ব দিতে বলেন৷
উল্লেখ করা যেতে পারে, রাজ্যের বিভিন্ন সমবায় ব্যাঙ্কে সমস্যা চলছে অনেকদিন ধরে। তা চরমে ওঠায় গত বছর রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির পুনরুজ্জীবনের জন্য আর্থিক প্যাকেজ নির্দিষ্ট করে রাজ্য সরকার। কয়েকটি সমবায় ব্যাঙ্কের অবস্থা ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থ বরাদ্দ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। প্রশাসনিক আধিকারিকদের একাংশের ধারণা, এই পদক্ষেপ না করলে পথে বসার আশঙ্কা ছিল কয়েকলক্ষ আমানতকারীর। ঠিক যেমনটা ঘটেছিল সারদা-কাণ্ডে। আধিকারিকদের ওই অংশের