এ সপ্তাহেই বিদেশের মাটিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বিরাট-আনুশকার

এই সপ্তাহেই নাকি বিয়ে করতে চলেছেন বিরাট কোহলি ও অনুশকা শর্মা। তবে এ দেশে নয়। বিদেশের মাটিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই আলোচিত জুটি।
আইবিসি নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, ইতালির বুকে বিয়েটা এ বার সেরেই ফেলবেন এই দুই তারকা। আগামী ৯, ১০ এবং ১১ ডিসেম্বর— এই তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়ে সেরে নববধূকে নিয়ে দেশে ফিরবেন কোহলি। যদিও অভিনেত্রী অনুশকা শর্মার জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে কোনও কিছুই এখনও জানানো হয়নি। বলিউডে জোর জল্পনা, তবে কি গোপনেই বিয়েটা সেরে ফেরার প্ল্যান কষেছেন এই জুটি?
শোনা যাচ্ছে, পাপারাৎজিদের হাত থেকে রেহাই পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। এমনকী, কিছু দিন আগে খবর ছড়িয়েছিল যে দেহরাদূনে বাগদান সেরে ফেলেছেন বিরাট ও অনুশকা। যদিও নিজেদের বাগদান নিয়েও টুঁ শব্দটিও করেননি ক্রিকেট সেনসেশন বিরাট এবং বলি ডিভা অনুশকা। -ইন্ডিয়া টুডে, আনন্দবাজার