শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জি ডি বিড়লা কাণ্ডে এবার প্রিন্সিপ্যালের গ্রেফতারি চাইল রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন

News Sundarban.com :
ডিসেম্বর ৪, ২০১৭
news-image

জি ডি বিড়লা কাণ্ডে এবার প্রিন্সিপ্যালের গ্রেফতারি চাইল রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন । কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী রবিবার জানিয়েছেন, পুলিস কমিশনার ও জয়েন্ট পুলিস কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে । প্রিন্সিপ্যালকে গ্রেফতারির দাবিতে তিনি পুলিস কমিশনারকে চিঠি দিচ্ছেন । ইতিমধ্যে, যাদবপুর থানায় প্রিন্সিপ্যালের গ্রেফতারির দাবিতে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা শিশুর বাবাও ।
অনন্যা চক্রবর্তী বলেন, পস্কো আইন অনুযায়ী শুধুমাত্র অপরাধী নয়, যারা সেই অপরাধ লুকানোর চেষ্টা করে বা সেই অপরাধ সংঘটিত হতে সাহায্য করে, তারাও একইরকম অপরাধী । তাদেরও একই শাস্তি হয় । তাঁর সাফ কথা, জি ডি বিড়লা স্কুলের ক্ষেত্রেও প্রিন্সিপ্যাল একইরকম অপরাধী । তিনি বারবার অপরাধ লুকানোর চেষ্টা করেছেন । অপরাধীদের আড়াল করার চেষ্টাও করেছেন । আর সে কারণেই অবিলম্বে প্রিন্সিপ্যালকে গ্রেফতার করা উচিত বলে জানিয়েছেন রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন । একই সঙ্গে কর্তৃপক্ষ কীভাবে নোটিশ ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য’স্কুল বন্ধ’ ঘোষণা করতে পারে, সেই প্রশ্নও তুলেছেন অনন্যা চক্রবর্তী ।