মোদীর উদ্দেশ্যে রাজ্যে মহিলাদের দুরবস্থা সম্পর্কে প্রশ্ন করেন রাহুল গান্ধী

গুজরাটে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে কংগ্রেস-বিজেপি বাকযুদ্ধ তত যেন চরম আকার ধারণ করছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্দেশ্যে রাজ্যে মহিলাদের দুরবস্থা সম্পর্কে প্রশ্ন করেন রাহুল গান্ধী। এবার পাল্টা বিজেপির তরফ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে ধেয়ে এল একাধিক আক্রামণ। সংসদ বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন, ‘বেগুন ও বার্গারের মধ্যে যিনি ফারাক করতে জানেন না। যিনি পিঁয়াজ এবং পিৎজা মধ্যে পার্থক্য করতে পারেন না। তিনি আবার প্রশ্ন করছে। প্রথমে উনি দেশের রাজনীতি এবং সংস্কৃতির ঐতিহ্যের এবিসিডি শিখুন। যেদিন উনি এইগুলি শিখতে পারবেন সেইদিন উনি সবধরণে প্রশ্নের উত্তর দিতে পারবেন।’