শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যালট পেপারে ভোটগ্রহণ, সওয়াল মায়াবতীর

News Sundarban.com :
ডিসেম্বর ৩, ২০১৭
news-image

বিজেপির কাছে চূড়ান্ত পর্যদুস্ত হওয়ার পরে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার জন্য উঠে পড়ে লেগেছে বহুজন সমাজবাদী পার্টি। আর সেই উদ্দেশ্যসাধনের জন্য বিজেপির বিরুদ্ধে ইভিএম মেশিনে কারচুপি করার অভিযোগ তুললেন বিএসপির সুপ্রিমো মায়াবতী। তার দাবি আগামী ২০১৯ শের সাধারণ নির্বাচনে ইভিএমের ব্যবহার বন্ধ করে ব্যালট পেপারে নেওয়া হোক। উত্তরপ্রদেশের বেহেনজি বলেন, ‘২০১৯ শের সাধারণ নির্বাচনে বিজেপি যদি মনে যে জনগণ তাদের পাশে আছে। তবে তারা ব্যালট পেপার ভোটগ্রহণ প্রথা ফিরিয়ে আনুক।’কেন্দ্রীয় শাসকদল বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি ব্যালট পেপারে ভোট নেওয়া হয় তবে আমি হলফ করে বলতে পারি বিজেপি ক্ষমতায় পুনঃরায় ফিরে আসবে না।’