শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিনেতা অমিতাভ বচ্চন নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসুর দূরসম্পর্কের আত্মীয়

News Sundarban.com :
ডিসেম্বর ২, ২০১৭
news-image

বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসুর দূরসম্পর্কের আত্মীয়— এমনটাই দাবি করছে একদল গবেষক। শুধু তাই নয়, এই বংশের সঙ্গে নাকি সম্পর্কিত ভারতের সাবেক প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীও!

কলকাতার দৈনিক আজকালের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বাংলার মেয়ে। প্রায়শই অমিতাভ নিজেকে বাংলার জামাই হিসেবে পরিচয় দেন।

তবে বাংলার সঙ্গে অমিতাভের সম্পর্ক শুধু বৈবাহিকই নয়— এমনটা দাবি করে গবেষকরা বলছেন, বসু, শাস্ত্রী, বচ্চন— সব পদবির উৎপত্তি আসলে একই পরিবার থেকে।

তাদের দাবি, এক হাজার বছর আগে উত্তর ভারতের কনৌজ থেকে পাঁচঘর কুলীন কায়স্থ বাংলায় এসে বসবাস শুরু করেছিলেন। এই পাঁচঘর কায়স্থ থেকেই বাংলার বসু, ঘোষ, গুহ, মিত্র ও দত্ত কায়স্থদের সৃষ্টি বলে মনে করছেন গবেষকরা।

নিজেদের গবেষণায় প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে গবেষক দলটি বলছে, বাংলার বসু ও উত্তরপ্রদেশের শ্রীবাস্তবরা একই পরিবার থেকে এসেছেন। আর অমিতাভ বচ্চনের আসল পদবি শ্রীবাস্তব।

গবেষকদের দাবি সত্য হলে অমিতাভ বচ্চন কেবল বৈবাহিক সূত্রে নয়, জন্মসূত্রেই বাংলার আত্মীয়।