শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোটবন্দীর ফলে দেশের ব্যবহারিক পরিবর্তন ঘটেছে: প্রধানমন্ত্রী

News Sundarban.com :
ডিসেম্বর ১, ২০১৭
news-image

নাম না করে কংগ্রেসের সমালোচনায় ফের মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ দেশের ভালর জন্য যে পদক্ষেপ আমি গ্রহণ করেছি তার জন্য আমাকে অনেক বড় রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে। আর সেই মূল্য চোকাতে আমি প্রস্তুত।’ নোটবন্দী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘নোটবন্দীর ফলে দেশের ব্যবহারিক পরিবর্তন ঘটেছে। স্বাধীনতার পরে এই প্রথমবার কালো টাকার কারবারিরা ভয় পেয়েছে। নোটবন্দী করে সংগঠিত দুর্নীতি রোধ করা গিয়েছে। আগামীদিনে ডিজিট্যাল লেনদেনর মাধ্যমেই দেশের মানুষ আর্থিক লেনদেন করতে পারবে। মূল ধারার অর্থনীতি পাশাপাশি যে সমান্তরাল অর্থনীতিতে বেআইনি অর্থ লেনদেন হতো তা এখন সমান্তরাল অর্থনীতিতে চলে আসার ফলে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করা গিয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের স্থায়ী পরিবর্তন এবং রাষ্ট্রের স্বার্থের জন্য তার প্রশাসন এগিয়ে যাবে এবং কেউ বাঁধা দিলেও এই পরিবর্তন থেমে থাকবে না। যারা মনে করে জাদুকাঠি দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়। তারা এখন অবসাদে এবং নিরাশায় ভুগছে।’
দেশের অভিন্ন করনীতি জিএসটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জিএসটি ভারতীয় অর্থনীতিতে এক নতুন পথের দিশা দেখিয়েছেন। আগের সরকারের আমলে দুর্নীতি করাটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। আমাদের প্রশাসন দুর্নীতি মুক্তি উন্নয়নকেন্দ্রিক এবং নাগরিককেন্দ্রিক পরিষেবা দিতে বদ্ধপরিকর।’আধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জনগণের কাছে নাগরিক পরিষেবা পৌছে দেওয়ার জন্য আধার বিশেষ ভূমিকা পালন করেছে। এর ফলে অনেক চুরি রোখা গিয়েছে। বহু বেনামি সম্পত্তির হদিসও পাওয়া গিয়েছে।’