রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সংবর্ধনায় সামিল হল কলকাতার ক্রীড়াজগত

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সংবর্ধনায় সামিল হল কলকাতার ক্রীড়াজগত। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সচিব অঞ্জন মিত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন সবুজ মেরুন উত্তরীয় আর রুপোর স্মারক। কিন্তু নাম ঘোষণা হলেও ইস্টবেঙ্গলের তরফ থেকে কেউ সংবর্ধনা দিতে হাজির ছিলেন না।
লালহলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানান ক্লাব সচিব কল্যাণ মজুমদার অসুস্থ হয়ে পড়ায় তাদের পক্ষ থেকে কেউ এই অনুষ্ঠানে যেতে পারেননি। তার জন্য দুঃখপ্রকাশ করে চিঠি পাঠানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। সিএবির তরফ থেকে যুগ্মসচিব অভিষেক ডালমিয়া এবং মহমেডানের পক্ষ থেকে ইকবাল আমেদও রাষ্ট্রপতিকে সংবর্ধিত করেন।