বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সবচেয়ে বেশি সংখ্যক শতরান করার নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি

News Sundarban.com :
নভেম্বর ২৭, ২০১৭
news-image

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক শতরান করার নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এই রেকর্ড অাগে সুনীল গাওস্করের দলে ছিল। কিন্তু ইডেনে শতরান করে গাওস্করের এই রেকর্ড আগেই কলকাতায় ছুঁয়ে ফেলে ছিলেন কোহলি। এবার তিনি গড়লেন নয়া রেকর্ড। একই বছরে টেস্টে চারটি শতরান করলেন, সঙ্গে একই বছরে দশটি আন্তর্জাতিক শতরান করার রেকর্ডও চলে এল তাঁর ঝুলিতে। এই বছর এখনও পর্যন্ত কোহলি একদিনের ম্যাচে ছটি শতরান করেছেন, টেস্টে চারটি।ইডেনের পর ফের নাগপুরে সেঞ্চুরি বিরাট কোহলির। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনে সেঞ্চুরি ক্যাপ্টেন কোহলির। টেস্ট ক্রিকেটে ১৯তম শতরান ভারতের অধিনায়কের। এদিন মুরলি বিজয়কে সঙ্গী করে ভারতের ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান কোহলি। আন্তর্জতিক ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি এটা বিরাটের। ২০১৭ সালে টেস্ট ম্যাচে এটি কোহলির চতুর্থ শতরান। মাত্র ১৩০ বলে এদিন তিনি শতরান করেন।