শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকাহত ক্রীড়ামহল

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০১৭
news-image

কিংবদন্তী কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে গভীরভাবে শোকাহত ক্রীড়ামহলও৷ রবিবার রাত ১২.১০দিল্লির অ্যাপেলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রিয়রঞ্জন দাশমুন্সি৷ ২০০৮-এ দুর্গাপুজোর সময় স্ট্রোক হয়েকোমায় চলে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা৷ দীর্ঘ ৯ বছর কোমায় থাকার পর জীবনযুদ্ধে হার মানেন ফুটবল ‘প্রিয়’ এই মানুষটি৷
প্রথম ভারতীয় হিসেবে ২০০৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ কমিশনার হন দাশমুন্সি৷ অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়া ম্যাচে কমিশনারের দায়িত্ব পালন করে নজির গড়েন তিনি৷এআইএফএফ প্রেসিডেন্ট থাকাকালীনই স্ট্রোক হয়েছিল প্রিয়রঞ্জনের৷