বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের পরিস্থিতি বরদাস্ত করা হবে না:সুভাস ভামরে

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০১৭
news-image

জম্মু-কাশ্মীরে কোনওভাবেই সন্ত্রাসবাদের পরিস্থিতি বরদাস্ত করা হবে না৷ জঙ্গি কার্যকলাপ কড়া হাতে মোকাবিলা করবে কেন্দ্র৷উপত্যকার পরিস্থিতি নিয়ে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি৷ সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাস ভামরে জানান, এই ইস্যুতে কেন্দ্রেরবক্তব্য খুব স্পষ্ট৷ যেকোনও মূল্যে অনুপ্রবেশ ঠেকাবে ভারত৷
ভারতীয় সেনাও নিরন্তর সেই কাজেই নিয়োজিত বলে ভামরে জানান৷ প্রসঙ্গত, রবিবারই একটি যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনা, সিআরপিএফ, জম্মু-কাশ্মীরপুলিশ৷ সম্মেলনে জানানো হয়েছে, ২০১৭ সালে প্রায় ১৯০ জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে৷ এই তথ্য ভারতীয় সেনার সাফল্যকেই তুলে ধরছে বলে মন্তব্য করেনভামরে৷ তবে এখন সেনার লক্ষ্য স্থানীয় জঙ্গিদের জীবনের মূল স্রোতে ফেরানো৷