শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্যস লিক করে ঠিকাশ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানা

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০১৭
news-image

বিষাক্ত গ্যস লিক করে ঠিকাশ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তাল দুর্গাপুর ইস্পাত কারখানায়। শ্রমিক সুরক্ষা ও ক্ষতিপুরনের দাবীতে সরব শ্রমিকসংগঠন গুলির দফায় দফায় বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল কারখানার ভেতরে ও বাইরে। প্রশ্ন উঠেছে কারখানার যন্ত্রাংশের নজরদারি নিয়ে।
ঘটনায় জানা গেছে, রবিবার মধ্যরাত্রে দুর্গাপুর ইস্পাত কারখানার কোকওভেন বিভাগে দুর্ঘটনাটি ঘটে। কারখানার বিশ্রামাগারের বিশ্রামে ছিল ওই শ্রমিকরা। তারপাশ দিয়ে যাওয়া কোকওভেন প্ল্যান্টের গ্যাস পাইপলাইন রয়েছে। তাতে মিথাইল, কার্বন-মনোক্সাইডের মতো গ্যাস লিক্যুইড মাধ্যমে যায়। এদিন ওই পাইপ লাইন থেকেবিষাক্ত ওই গ্যসে আক্রান্ত হয় ৬ ঠিকাশ্রমিক। তাদের গুরুতর অবস্থায় ডিএসপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় ২ ঠিকাশ্রমিকের। মৃত সমীর চক্রবর্তী(৫০)লাউদোহার জামগড়ার বাসিন্দা। শেখ হাফিজুল(৩১) আরতি গ্রামের বাসিন্দা। এছাড়াও অসুস্থ আরও ৪ শ্রমিক। যাদের মধ্যে প্রবীর বোস ও শেখ ফরিজউদ্দিনেরঅবস্থা আশঙ্কাজনক। তাদের দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কারখানার ভেতরে।