বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঋতব্রত ধর্ষণ মামলায় গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ অর্চনা

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০১৭
news-image

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্চনা মজুমদার । মঙ্গলবার কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তি পেলেন অর্চনা মজুমদার । বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এদিন জানিয়ে দিল, তাকে গ্রেফতার করা যাবে না । সি আই ডি-র করা পদক্ষেপে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে । তবে, বিচারপতি বাগচী বলেছেন, অর্চনা মজুমদারকে তদন্তে সহযোগিতা করতে হবে । আগামী ২৪ নভেম্বর সি আই ডি-র কাছে হাজিরা দিতে হবে । এবং ডিজিটাল নথি জমা দিতে হবে সি আই ডি-কে ।
কয়েকদিন আগে অর্চনাকে বেশ কয়েক ঘণ্টা জেরা করেছিল সি আই ডি । প্রথম দফায় জেরার পর গ্রেফতার এড়াতে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন অর্চনা। আজ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ।
বালুরঘাটের এক যুবতি নম্রতা দত্ত গত ১০ অক্টোবর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন । এই মামলায় ঋতব্রতকে দু’বার নোটিস পাঠানো হলেও তিনি হাজির হননি । মঙ্গলবার অবশ্য তিনি ভবানী ভবনে হাজির হয়েছেন ।