শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে শুভ্রাংশু

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০১৭
news-image

দল ছাড়ার পর বার বার মুখে বললেও, দলের প্রতি শুভ্রাংশুর আনুগত্য হাতে কলমে পরীক্ষিত নয়। তাই এই সভায় মুকুলের বিরুদ্ধে তাঁর বক্তব্যের ধারই তা প্রমাণ করবে। মুকুল রায়ের পর এবার ছেলে শুভ্রাংশ রায়ের ওপর নজর রাখা শুরু করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতায় বিজেপির সভার পাল্টা হিসেবে সোমবার রানি রাসমনি রোডে তৃণমূল যুব কংগ্রেসের সভা। আর সেখানেই অন্যান্য বক্তাদের সঙ্গে তালিকায় রাখা হয়েছে শুভ্রাংশু রায়ের নামও। তাঁকে সেই কথা জানিয়ে দেওয়াও হয়েছে। আর যেহেতু যুব তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান তাই নিয়মমাফিক শুভ্রাংশুকে সেখানে উপস্থিত থাকতেই হবে। তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, এবার সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে দল। সভায় শুভ্রাংশু হাজির থাকলে তাঁকে মুকুল রায়ের বিরুদ্ধে হাতিয়ার করা হবে বলে খবর তৃণমূল সূত্রে। তবে সোমবারের সমাবেশে যদি তিনি গড়হাজির থাকেন, তাহলে এবার থেকে তাঁর সঙ্গেও দূরত্ব বজায় রাখা শুরু করবে দল। তাই এবার কার্যত অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে শুভ্রাংশু।
দিন কয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল রায়। আর তারপর থেকেই কার্যত প্রাক্তন দলের প্রতি একের পর এক বোমা ফাটাচ্ছেন একদা তৃণমূলের ‘নাম্বর টু’।