বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হিমাচলে

News Sundarban.com :
নভেম্বর ১০, ২০১৭
news-image

শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হল হিমাচল প্রদেশে। বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়ল ৬৪.৮ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রের খবর, বৃহস্পতিবারের নির্বাচনে কোনওরকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। শন্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত চৌপালে ৭০ শতাংশ ভোট পড়েছে, শিমলা আর্বান বিধানসভা কেন্দ্রে ৬৬ শতাংশ ভোট পড়েছে, শিমলা (গ্রামীণ) আসনে ৬২ শতাংশ ভোট পড়েছে, জুব্বাল কোটখাই আসনে ৭৫ শতাংশ এবং নালাগড়ে বিকেল ৪টে পর্যন্ত ৮০ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টে পরও ভোটারদের লাইন দেখা গিয়েছে ৱুথের সামনে।
এদিন ভোটাধিকার প্রয়োগ করার পর স্বাধীন ভারতের সবচেয়ে প্রবীণ ভোটার শ্যাম সরণ নেগি বলেছেন, ‘প্রত্যেককে জনহিতের লক্ষ্যে কাজ করা উচিত।’ নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমাল। তাঁর দাবি, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ৬০টিরও বেশি আসনে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। প্রেমকুমার ধুমল বলেছেন, ‘আমরা ভেবেছিলাম ৫০-এর উপর আসন পাব। কিন্তু, এখন যেভাবে সমর্থণ পাচ্ছি, আশা করছি সেটা ৬০-এর বেশিই হবে।’ এদিন শিমলায় ভোটাধিকার প্রয়োগ করেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী আনন্দ শর্মা। ভোটাধিকার প্রয়োগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাও।