বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন করে ‘‌জীবন’ পাবে ভূপেন হাজারিকার কলকাতার বাড়ি

News Sundarban.com :
নভেম্বর ৬, ২০১৭
news-image

‘আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে, ছুটে ছুটে আয়,’— ভূপেন হাজারিকার কণ্ঠে অমর হয়ে-যাওয়া এই গান আজ যেন সমার্থক হয়ে গেছে কলকাতায় তাঁর স্মৃতিধন্য বাসস্থানকে ঘিরে । টালিগঞ্জে ৭৭বি গলফ ক্লাব রোডে তিন তলায় তিনটি ঘর ও একটি বড় ডাইনিং হল নিয়ে তাঁর একসময়ের ফ্ল্যাটটি এখন কার্যত ভগ্নদশায় । ফ্ল্যাটটি অনেক আগেই বিক্রি হয়ে গেছে । এই বাড়িটি এবার নতুন করে ‘‌জীবন’ পাবে । রবিবার তার তিরোধান দিবসে এটি সংরক্ষণে উদ্যোগ নিল অসম সরকার, । খুশি প্রতিবেশী, গুণমুগ্ধরা ।
দেওয়ালে চুনের পুরনো ছাপ, জানলা-দরজার অনেক কিছুই ভাঙাচোরা । বাইরে থেকে তালাবন্ধ । সাবেকি ধাঁচের লোহার জালের আড়ালে ঝুলছে বড় বারান্দা । কারনিসে গজিয়েছে গাছ । কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা, ১৯৫০ সাল থেকে মুম্বই যাওয়ার আগে পর্যন্ত কলকাতায় ওই বাড়িতেই থাকতেন ।
এখানকার প্রতিবেশীদের কাছে এখনও তিনি ভূপেন্দ্র সঙ্গীত ঘরানার স্রষ্টা, আসমুদ্রহিমাচল পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া সঙ্গীতশিল্পী নন । তিনি তাঁদের প্রিয় ‘‌ভূপেনদা’। যেন তেন প্রকারেণ তাঁর স্মৃতি বেঁচে থাকুক এই বাড়িতে, এমনটাই চান তাঁরা । জন্মসূত্রে অসমের হলেও জীবনের দীর্ঘ সময় কলকাতায় কেটেছে তাঁর । শোনা যায়, লতা মঙ্গেশকর কলকাতায় এসে ভূপেন হাজারিকার এই বাড়িতে থেকেছেন । এবং সে সময় কলকাতায় ‘রঙ্গিলা বাঁশিতে কে ডাকে’ গানটি রেকর্ড করেছিলেন লতা । এর পর গঙ্গা-ব্রহ্মপুত্র দিয়ে অনেক জল বয়ে গেছে । এখন ওই বাড়ির নিচের তলায় দুটি ফ্ল্যাটে থাকে পৃথক দুটি পরিবার । বাকি সব ফ্ল্যাটের মালিকানাও ভিন্ন ব্যক্তির । এই বাড়ি সংরক্ষণের খবরে খুশি হলেও ৭টি ফ্ল্যাট নিয়ে তৈরি ওই বাড়িতে তাঁর বাসস্থান ঠিক কীভাবে সংরক্ষিত হবে, তা নিয়ে কৌতূহলও রয়েছে । ওই বাড়ির নিচের তলায় একটি ফ্ল্যাটের বাসিন্দা প্রবীণ হিরণ্ময় চৌধুরি বলেন, ‘‌ভূপেনদার সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল ছিল । এই ফ্ল্যাটে শাবানা আজমি, অপর্ণা সেন-সহ অনেক অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীতশিল্পীকে আসতে দেখেছি । তিনি মুম্বই চলে গেলেন, তার পর আর এলেন না । পরে এই ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হল । প্রতিবেশী ভোলা দাস, মহেশ চৌধুরিরা জানালেন, কল্পনা লাজমিকে এখানে থাকতে দেখেছি । লতা মঙ্গেশকর-সহ অনেক শিল্পীকেই আসতে দেখেছি । তিনি চলে যাওয়ার পর মাঝে–মাঝে ওঁর আত্মীয়রা আসতেন । ওই বাড়ির নিচের আরেকটি ফ্ল্যাটের বাসিন্দা দীপিকা মিত্র জানান, সম্প্রতি ভূপেন হাজারিকার জন্মদিনের অনুষ্ঠান হয়েছে ওই বাড়ির নিচে ।