বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৬৮জন ভারতীয় জেলেকে মুক্তি দিল পাকিস্তান

News Sundarban.com :
নভেম্বর ২, ২০১৭
news-image

৬৮জন ভারতীয় জেলেকে মুক্তি দিল পাকিস্তান। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় এদের গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁরা বন্দি ছিলেন করাচির জেলে। মুক্তির পরে ওই ৬৮জন জেলেকে নিয়ে আসা হয়েছে লাহোরে। এরপরে সেখান থেকে তাদের ওয়াঘা সীমান্তে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গুজরাতের ওই ভারতীয় জেলেদের পাঞ্জাব সরকারের হাতে ন্যস্ত করার পরে আগামীকালের ভিতর তাঁরা গুজরাতের ভদোদরায় স্বজনদের কাছে ফিরে আসবেন।