শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দোষীসাব্যস্ত সাংসদ এবং বিধায়কদের আজীবন ভোটে লড়তে না দেওয়া উচিত:নির্বাচন কমিশন

News Sundarban.com :
নভেম্বর ২, ২০১৭
news-image

দোষীসাব্যস্ত সাংসদ এবং বিধায়কদের আজীবন ভোটে লড়তে না দেওয়া উচিত বলে বুধবার সুপ্রিমকোর্টে একথা জানাল নির্বাচন কমিশন। এদিন এক শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানতে চায়, কত শতাংশ রাজনীতিক অপরাধমূলক ঘটনায় জড়িত। তাছাড়া এই ধরনের রাজনীতিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারপ্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করার যে নির্দেশিকা শীর্ষ আদালত থেকে দেওয়া হয়েছিল তা মেনে চলা হচ্ছে কি না। বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি নবীন সিনহার বেঞ্চ জানতে চায়, অপরাধের হার কত জানা গেলে নতুন দিক খুলে যাবে। যদি দোষীসাব্যস্তের পরও রাজনীতিকদের অপরাধের সঙ্গে জড়িতে থাকা কমানো না যায় তাহলে কী হবে?
এখন জেল খাটা রাজনীতিকরা ছ’বছর ভোটে দাঁড়াতে পারেন না। রিপ্রেজ়েনটেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী, তাঁদের ভোটে দাঁড়াতে দেওয়া হয় না।