শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হচ্ছেন ক্রিস সিলভারউড

News Sundarban.com :
নভেম্বর ১, ২০১৭
news-image

ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হচ্ছেন ক্রিস সিলভারউড। চলতি বছর কোচ হিসেবে অ্যাসেক্সকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতান সিলভারউড। এবার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডদের দীক্ষা দেবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার।

ইয়র্কশায়ার, মিডলস্যাক্স ও ইংল্যান্ডের সাবেক পেসার সিলভারউড ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হবেন। সম্প্রতি ইংল্যান্ড ছেড়ে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন গিবসন।

অ্যাশেজ সিরিজের আগে গিবসনের চলে যাওয়াটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কাই ছিল। এই সাবেক ক্যারিবিয়ান পেসার চলে যাওয়ার পর স্বল্প মেয়াদে উপদেষ্টা হিসেবে নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ডকে নিয়োগ দেয় ইংলিশ বোর্ড। ২ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে বন্ডের।

বন্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বোলিং কোচ পেয়ে গেল ইংল্যান্ড। চলতি সপ্তাহের শুরুতেই সিলভারউডকে প্রস্তাব দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চিন্তা-ভাবনা করার পর তিনি ইসিবির ডাকে সাড়া দিয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।