স্বামীর কাছে যেতে বাধা দেওয়ায় আত্মহত্যা নববধূর

চাকরি ছেড়ে স্বামীর কাছে যেতে বাধা দেওয়ায় আত্মহত্যা করেছে।
এক নববধূ। তার ডায়েরিতে রয়েছে অত্যাচারের বিবরণ। পলাতক স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্যরা। ঘটনা পশ্চিববঙ্গের হুগলি জেলার উত্তরপাড়া।
এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি বিয়ে হয়েছিল উত্তরপাড়ার পারমিতা বক্সির। পুনেতে চাকরি করতেন তিনি। কিন্তু স্বামী থাকতেন ব্যাঙ্গালুরুতে। তাই চাকরি ছেড়ে স্বামীর কাছে চলে যেতে চেয়েছিলেন তিনি। সেখানেই বাধা হয়ে দাঁড়ায় শ্বশুরবাড়ির লোকজন।
এক পর্যায়ে পুনে থেকে চাকরি ছেড়ে উত্তরপাড়ার বাবার বাড়ি ফিরে আসেন পারমিতা। তারপর গত রোববার পারমিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড়ির সদস্যরা। তবে ডায়েরিতে তার ওপর হওয়া অত্যাচারের সম্পূর্ণ বিবরণ লিখে রেখে গিয়েছেন পারমিতা। এদিকে ঘটনার পরপরই বাড়ি থেকে পলাতক পারমিতার স্বামীসহ পরিবারের লোকেরা। আর আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে মামলা হয়েছে পারমিতার শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে।-এবিপি