শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অভিযোগে ১১ জনকে ২০ বছরের কারাদণ্ড

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০১৭
news-image

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অভিযোগে ১১ জনকে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত৷ শেখ হাসিনাকে হত্যার চেষ্টার লক্ষ্য একাধিকবার হামলা হয়েছে৷ প্রতিবারই রক্ষা পেয়েছেন৷ তেমনই একটি ঘটনা ঘটেছিল ২৮ বছর আগে৷ সেই মামলায় দোষী সাব্যস্ত ১১ জনকে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত৷ এক আসামিকে বেকসুর ঘোষণা করা হয়েছে৷
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল ১৯৮৯ সালের ১০ অগস্ট৷ মধ্যরাতে ঢাকার বিখ্যাত ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতেই ছিলেন হাসিনা৷ তখনই হামলা চালায় ফ্রিডম পার্টি৷ বাড়ি লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। চালানো হয়েছিল গুলি৷ মামলায় প্রকাশ, ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ৩২ নম্বরের বাড়িতে অতর্কিত গুলিবর্ষণ ও বোমা হামলা করে।