শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গি নিয়ন্ত্রণে কলকাতায় মিছিল বের করল বিজেপি মহিলা মোর্চা

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৭
news-image

ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। আর তার প্রতিবাদে কলকাতায় মিছিল বের করল বিজেপি মহিলা মোর্চা। তাদের অভিযোগ, রাজ্যে মহামারির আকার নিয়েছে ডেঙ্গি। কিন্তু ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের কোনও সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। সঠিক তথ্যও প্রকাশ করা হচ্ছে না। তারই প্রতিবাদে এদিনের মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।
রাজ্য স্বাস্থ্য দফতর থেকে শুক্রবার যে তথ্য প্রকাশ করা হয়েছিল তাতে মৃতের সংখ্যা জানানো হয়েছিল ৪৭। এছাড়া ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এদিন লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ডেঙ্গিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও সার্টিফিকেটে ডেঙ্গি উল্লেখ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিতে কোনও কাজ হচ্ছে না। সঠিকভাবে করা হচ্ছে না রক্ত পরীক্ষা। বিভিন্ন হাসপাতালে রক্ত পরীক্ষাও করা হচ্ছে না।