বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিজিটালের দিকে জনগণকে ঠেলে দিয়েব বন্ধ হচ্ছে এটিএম

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৭
news-image

ডিজিটালের দিকে জনগণকে ঠেলে দিয়ে কমানো হচ্ছে নগদ লেনদেনের ব্যবহার৷ তারই জেরে ব্যাংক বিভিন্ন শহরে বন্ধ করে দিচ্ছে এটিএমের৷ জানা গিয়েছে, জুন থেকে অগাস্টে মোট এটিএমের সংখ্যা ৩৫৮টি কমে গিয়েছে৷ শতকরা হিসেব অনুসারে তা সামান্য ০.১৬% মনে হলেও গত কয়েক বছর ধরে এটিএম বৃদ্ধির সাপেক্ষে এই তথ্যের অন্য মাত্রা রয়েছে৷ চার বছর ধরে ১৬.৪ % চক্রবৃদ্ধি হারে বাড়লেও গত বছর তা কমে যায় ৩.৬%৷ আর এবারেই প্রথম এটিএমের সংখ্যা কমে গেল৷
নোট বাতিলের পর বিভিন্ন শহরে এটিএম ব্যবহার কমে যাওয়ায় এটিএম প্রতি খরচ বেড়ে যাওয়ায় ব্যাংক বাধ্য হয়েছে এটিএম বন্ধ করতে৷ দেখা গিয়েছে, দেশের সর্ব বৃহৎ ব্যাংক এসবিআই যাদের রয়েছে এদেশে সর্ববৃহৎ এটিএম নেটওয়ার্ক তাদের এটিএম সংখ্যা এই বছরের জুনে ছিল ৫৯,২৯১ এবং সেটা কমে অগাস্টে হয়েছে ৫৯২০০৷ একই রকম ভাবে ওই দুই মাসে এইচডিএফসি ব্যাংকের এটিএম সংখ্যা ১২২৩০ থেকে কমে হয়েছে ১২২২৫৷