শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিচ কেলেঙ্কারির অভিযোগে সালগাঁওকরকে সাসপেন্ড

News Sundarban.com :
অক্টোবর ২৬, ২০১৭
news-image

ফিক্সিংয়ের অভিযোগে বহিষ্কার করা হল পিচ কিউরেটরকে। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই পিচ কেলেঙ্কারির অভিযোগ ওঠে। পিচ কিউরেটর পান্ডুরং সালগাঁওকর পিচের ক্ষতি করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় এমসিএ-র সমস্তরকম পদ থেকে পান্ডুরং সালগাঁওকরকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার একথা জানিয়েছেন বিসিসিঅাইয়ের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরি। সেইসঙ্গে একটি তদন্ত কমিটি তৈরির কথাও জানিয়েছেন তিনি। তিনি অারও বলেন, কারও বিরুদ্ধে দুর্নীতির একচুল অভিযোগও বরদাস্ত করবে না বিসিসিঅাই।
অভিযোগ, সাংবাদিক ভেবে ছদ্মবেশী বুকিদের তিনি চাহিদামত পিচ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দু’জন ক্রিকেটার পিচে বাউন্স রাখার দাবি করেছেন। এই পিচে সেটি করা সম্ভব কি না, জানতে চাওয়ায় সালগাওকর বলেন, সেটা করে দেওয়া যাবে। অভিযুক্ত পিচ কিউরেটর আরও বলেন, এই পিচে ৩৩৭-৩৪০ স্কোর উঠবে।