বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসির ছবি বিকৃত করে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে হামলা চালানোর হুমকি

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৭
news-image

আর্জেন্তিনা ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির ছবি বিকৃত করে, আগামী বছর রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে হামলা চালানোর হুমকি দিল জঙ্গিগোষ্ঠী আইএসআইএস। এসআইটিই গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন মেসির এই পোস্টার প্রকাশ করেছে। সেই পোস্টারে দেখা যাচ্ছে, মেসি কারাগারে বন্দি। তাঁর বাঁ চোখ থেকে রক্ত পড়ছে। এই ছবির সঙ্গে বার্তা দেওয়া হয়েছে,তোমরা এমন একটা দেশের বিরুদ্ধে লড়াই করছো, যাদের অভিধানে ব্যর্থতা নেই। বিখ্যাত বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকির ট্যাগলাইন জাস্ট ডু ইট-এর আদলে আইএসআইএস লিখেছে, জাস্ট টেররিজম।
২০১৮-র ১৪ জুন থেকে ১৫ জুলাই পর‌্যন্ত রাশিয়ার ১১টি শহরের ১২টি মাঠে হবে বিশ্বকাপ। সেখানেই হামলার হুমকি দিচ্ছে আইএসআইএস। এর আগে ২০১৬ ইউরো কাপ ও এবছর মহিলাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও হামলা চালানোর হুমকি দিয়েছিল আইএসআইএস। তবে এই দুটি প্রতিযোগিতায় কোনও হামলার ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও রাশিয়া বিশ্বকাপে হামলার হুমকিকে গুরুত্ব দিয়েই দেখছেন নিরাপত্তারক্ষীরা। কারণ, ২০১৫-র নভেম্বরে ফ্রান্স-জার্মানি ম্যাচ চলাকালীন ফ্রান্সের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম স্তেদ দে ফ্রান্সের বাইরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছিল আইএসআইএস।