শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত ভোটের জন্য় এখন থেকেই ঘর গোছাতে চান মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৭
news-image

আগামী পঞ্চায়েত ভোটের জন্য় এখন থেকেই ঘর গোছাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল এ কারণে তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। সাম্প্রতিক বিভিন্ন ভোটের ফলাফলে বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসার লক্ষণ স্পষ্ট। তার সঙ্গে মুকুলের দলত্যাগ বাড়তি মাত্রা যোগ করতে পারে বলে অনেকের ধারণা। সেই সব দিক বিবেচনা করেই এই বৈঠকের গুরুত্ব কিছু বেশি।
তাঁর ‘প্রাক্তন’ সেনাপতি মুকুল রায় তৃণমূল ছাড়ার পরে এটাই তৃণমূলের প্রথম বৈঠক। ফলে এ বারের বৈঠকে মুকুলের তৃণমূল-ত্যাগ নিয়ে নেত্রী কিছু বাড়তি বার্তা দেন কি না, তা নিয়েও দলের-অন্দরে কৌতূহল রয়েছে। মুকুলের ঘনিষ্ঠ কেউ মুকুল-পন্থী হচ্ছেন কি না, ওই বৈঠকের হাজিরা থেকে তার আঁচ পেতে চায় দল। সংগঠনে কোথাও কোনও ‘ফাঁক’ যাতে না থাকে, সে জন্য সর্বস্তরের পদাধিকারীরা ছাড়াও বিভিন্ন এলাকায় দলের সমর্থক হিসেবে পরিচিত অন্যদেরও ওই বৈঠকে ডেকে নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।
কবে পঞ্চায়েত ভোট তিনি করতে চান, তা নিয়ে এখনও নির্বাচন কমিশনকে কিছু জানাননি মুখ্যমন্ত্রী।