বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গির পর এবার স্ক্রাব টাইফাস আতঙ্ক ছড়াল শহর কলকাতায়

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৭
news-image

ডেঙ্গির পর এবার স্ক্রাব টাইফাস আতঙ্ক ছড়াল শহর কলকাতায় ৷ কলকাতায় ইতিমধ্যেই দু’একজন এই রোগে আক্রান্ত হয়েছেন। জেলায় এর প্রকোপ বেশি ৷ এই লাল পোকার কামড়ই অজানা জ্বরের কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷
সম্প্রতি জ্বর নিয়ে গড়িয়ার এক বাসিন্দা শহরেরই এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৷ সমস্ত পরীক্ষার পর জানা যায় ওই প্রৌঢ়া স্ক্রাব টাইফাসে আক্রান্ত ৷ রবিবার মৃত্যু হয় তাঁর ৷ এরপরই এই রোগ নিয়ে ফের নতুন করে আতঙ্কিত শহরের বাসিন্দারা ৷ গত বছরও কলকাতায় এই রোগের সংক্রমণ দেখা গিয়েছিল ৷ জেলার বিভিন্ন জায়গা থেকে পোকার কামড়ে অজানা জ্বরের খবর পাওয়া গিয়েছে ৷ মাইট নামে অতি ক্ষুদ্র একটি জীব কামড়ালে ব্যাকটেরিয়াঘটিত এই অসুখ হয়। যার জন্য দায়ী ওরিয়েনসিয়া শুশুগামুসি নামের একটি ব্যাক্টেরিয়া। দেখতে ছোট পোকার মতো হলেও আদতে মাইট কিন্তু কোনও পোকা নয়। আকারে ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার মাপের হয় মাইট। এর লার্ভা থেকে এই রোগ ছড়ায়।