বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তায় ট্রাফিক পুলিশের তোলাবাজির অভিযোগ এনে ক্ষুব্ধ বিচারপতি

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৭
news-image

সোমবার কলকাতার বিভিন্ন সংযোগস্থলে ‘পথ-আইন ভাঙ্গার’ অভিযোগ এনে কয়েক হাজার গাড়ির জরিমানা করে পুলিশ৷ অভিযুক্ত গাড়িগুলোর বেশির ভাগই যাত্রীবাহী বাস৷ বিষয়টি হাইকোর্টের বিচারপতির নজরে পড়ে. রাস্তায় ট্রাফিক পুলিশের তোলাবাজির অভিযোগ এনে ক্ষুব্ধ হন৷
এ দিন বেলা দেড়টা থেকে আধ ঘন্টা এই প্রতিবেদক টালিগঞ্জে প্রিন্স আনোয়ার শাহ রোড ও এস পি মুখার্জি রোডের সংযোগস্থলে লক্ষ করেন উর্দি পড়া পুলিশের দুই সার্জেন্ট ক্রমাগত বাস থামিয়ে জরিমানা আদায় করছেন৷ আইনত তাঁদের বুকে নাম লেখা ব্যাজ থাকার কথা থাকলেও একজনের বুকে ব্যাজ ছিল না৷ অপরজনের নাম ইংরেজিতে বাঁকা (ইটালিক্স) হরফে লেখা ছিল বি. বিশ্বাস৷ বেসরকারি বাস-মিনিবাসের থেকে এই জরিমানা নিলেও কোনও সরকারী বাস থামিয়ে এই জরিমানা নেওয়া হয়নি৷ তাঁদের কাছে এসে বাস কন্ডাক্টর দ্রুত জরিমানা মিটিয়ে চলে যাচ্ছেন৷ কেবল এক জন মৃদু স্বরে বললেন, “এই তো টাকা দিয়ে এলাম!” জবাবে এক সার্জেন্ট বললেন, “রিজেন্ট পার্ক গার্ডকে দাওনি তো!”
এ দিন ঠিক বিচারপতি দেবাশিস করগুপ্তর নজরে টাকা তোলার ঠিক কোন দৃশ্য় পড়ে, তা জানা যায়নি৷ তবে, এটি বেকবাগানে উড়ালপুলের মুখের ঘটনা ৷ ক্ষুব্ধ বিচারপতি তলব করেন এডভোকেট জেনারেল(এজি)-কে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷

আরও দেখুন