বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাবুলে আত্মঘাতী এক বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত

News Sundarban.com :
অক্টোবর ২১, ২০১৭
news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদের ভেতরে আত্মঘাতী এক বোমারুর বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েক জন।

শুক্রবার এই হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন খবরটি জানায়। এক প্রত্যক্ষদর্শী জানান, শহরের পশ্চিমে ইমাম জামান নামে মসজিদটির সামনে থেকে হামলাটি করা হয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার মসুল্লিরা ওই মসজিদে নামাজ পড়ার সময় বোমা হামলাটি হয়েছে। এ সময় হামলাকারী এলোপাতাড়ি গুলিও চালায়। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী তথা-কথিত ইসলামিক স্টেটের (আইএস) দেশটির অভ্যন্তরে শিয়া মসজিদগুলো অন্যতম লক্ষ্যবস্তু। সেক্ষেত্রে আইএস এই হামলাটি চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, হামলার পর তদন্তকারীরা বিস্ফোরণে প্রকৃতি শনাক্তে কাজ করে যাচ্ছেন।

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি সেনা ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ৪৩ আফগান সৈন্য নিহত হওয়ার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।

গত আগস্টে কাবুলে মসজিদের হামলায় ঘটনায় ২০ জনের বেশি নিহত হয়েছেন এবং মে মাসে কাবুলে একটি ট্রাক বোম হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হন।