শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে

News Sundarban.com :
অক্টোবর ১৯, ২০১৭
news-image

আলোর উৎবের আনন্দ দ্বিগুণ হয়ে উঠতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের । কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বাড়ার ঘোষণা আগেই করেছে কেন্দ্র । এবার অন্যান্য কেন্দ্রীয় কর্মচারীদের জন্য আসতে পারে সেই সুখবর । খবর হল, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র ।
সূত্রের খবর, ১ অাগস্ট থেকেই সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্ধিত হারে বেতন পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মেলার পরই ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা ও সর্বাধিক বেতন আড়াই লক্ষ টাকা করা হয় । কিন্তু ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার দাবি তোলেন কেন্দ্রীয় কর্মচারীরা । এই নিয়ে গত ৭ অক্টোবর ন্যাশানাল অ্যানোমালি কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। চলতি মাসেই হতে চলেছে ওই বৈঠক ।