বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৭-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে লিভারপুল

News Sundarban.com :
অক্টোবর ১৮, ২০১৭
news-image

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের শুরুটা হতাশাজনক ছিল লিভারপুলের। টানা দুই ম্যাচে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে স্বরূপে ফিরল ইয়ুর্গেন ক্লপের দল। মঙ্গলবার ‘ই’ গ্রুপের ম্যাচে মারিবরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে লিভারপুল। ইউরোপিয়ান ফুটবলে অ্যাওয়ে ম্যাচে এটাই কোনো ইংলিশ ক্লাবের সবচেয়ে বড় জয়।

স্লোভেনিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। একটি করে গোল করেন ফিলিপে কৌতিনহো, অক্সলেড-চেম্বারলেইন ও অ্যালেকজান্ডার-আর্নল্ড।

১৯৬৯ সালের অক্টোবরে নরওয়ের মাঠে লিনকে ৬-০ ব্যবধানে হারিয়েছিল লিডস ইউনাইটেড। এর ১২ বছর আগে আইরিশ ক্লাব শামরোক রোভার্সকে একই ব্যবধানে হারিয়েছিল আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। স্লোভেনিয়ান ক্লাব মারিবরের বিপক্ষে গোল-উৎসব করে দুটি রেকর্ডকে পেছনে ফেলে ইতিহাস গড়েছে লিভারপুল।

তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে এসেছে লিভারপুল। দিনের অপর ম্যাচে ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্ট সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে সমান ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওঠে এসেছে স্পার্তাক মস্কো।