মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার রোহিঙ্গা

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০১৭
news-image

জাল আধার কার্ড তৈরি ১৯বছরের এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করল পুলিশ৷ এছাড়াও অনুমতি ছাড়া দেশে থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই কাজে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ৷ রোহিঙ্গা যুবকের নাম মহম্মদ আজামুদ্দিন ওরফে মোল্লা আজামুদ্দিন এবং অপর ব্যক্তির নাম রিয়াজুদ্দিন মোল্লা(৩৬)৷ উভয়েই জামা-কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত৷ বালাপুরের বার্মা হাট থেকে তাদের গ্রেফতার করা হয়৷
রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানা গিয়েছে, আজামুদ্দিন মায়ানমার থেকে আসে৷ সে এবং তার পরিবার বাংলাদেশে কক্স বাজারে শরনার্থী হিসেবে বসবাস করছিল৷ প্রায় ১ বছর আগে আজামুদ্দিন এবং রিয়াজুদ্দিনের দেখা হয়৷ রিয়াজুদ্দিনের কথা অনুযায়ী আজামুদ্দিন টাকা রোজগারের জন্য কলকাতায় আসে৷ তখন থেকে রিয়াজুদ্দিনের জন্য কাজ করে সে মাসিক ৬,০০০ টাকার বিনিময়ে৷ অবৈধভাবে তাকে আশ্রয়ও দেয় রিয়াজুদ্দিন৷