শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আরুষি-হেমরাজ হত্যাকাণ্ডে জেলে যাবেন ‘তলোয়ার দম্পতি’

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০১৭
news-image

আরুষি-হেমরাজ হত্যাকাণ্ডে ভারতের সিবিআই আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তলোয়ার দম্পতিকে মুক্তি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সম্ভবত সোমবার রাজেশ তলোয়ার ও নূপুর তলোয়ার দাসনা জেল থেকে মুক্তি পাবেন।

মুক্তির প্রতি ১৫ দিন অন্তর বন্দিদের চিকিৎসা করার জন্য দাসনা জেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তলোয়ার দম্পতি। সেই ইচ্ছা মেনেও নিয়েছেন দাসনা জেল কর্তৃপক্ষ।

২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে গাজিয়াবাদের দাসনা কারাগারে বন্দি নয়ডার এই চিকিৎসক দম্পতি। রাজেশ তলোয়ার ও নূপুর তলোয়ার দু’জনই খ্যাতনামা দন্ত চিকিৎসক।

পুলিশ সূত্রে খবর, জেলে থাকার সময় দাসনার জেল হাসপাতালের দন্ত বিভাগকে উন্নত করতে কার্যকর ভূমিকা নিয়েছিলেন রাজেশ ও নূপুর। তাদের নেতৃত্বে দন্ত বিভাগের চেহারাটাই সম্পূর্ণ পাল্টে গিয়েছে।

সে কথা উল্লেখ করে সুনীল বলেন, ‘এই ক’বছরে হাজারেরও বেশি বন্দির চিকিৎসা করেছেন তলোয়ার দম্পতি। আমরা নিশ্চিত, মাসে দু’বার হাসপাতালে চিকিৎসা করতে এলে উপকৃত হবেন বন্দিরা।’ বন্দিরা তাদের চিকিৎসায় বেশ খুশি বলেও জানিয়েছেন ত্যাগী।