শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রোগের তথ্য চেপে রাজ্য নিজের পায়েই কুড়ুল মারছে কি না, উঠছে প্রশ্ন

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০১৭
news-image

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন, ডেঙ্গি বলে সে রকম কিছু নেই৷ ভুল লেখালেখি বা অপপ্রচারে আতঙ্ক ছড়াচ্ছে৷ এ ব্যাপারে পরীক্ষাগারগুলোকেও হুঁশিয়ারী দেওয়া হয়েছে৷ ফলে, সংক্রামক রোগের তথ্য চেপে রাজ্য নিজের পায়েই কুড়ুল মারছে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করল।
মুখ্যমন্ত্রী যতি ‘অপপ্রচার’ বলে দায় সারার চেষ্টা করুন, খোদ কলকাতার বেলেঘাটায় আই ডি হাসপাতালের বহির্বিভাগের সামনে অসুস্থ রোগী ও পরিজনের লাইন পড়ছে প্রতিদিন । অপেক্ষারত একাধিক রোগী ও পরিজনের অভিযোগ হাসপাতালের সার্বিক ব্যবস্থা নিয়ে। তাঁদের অভিযোগ, জরুরি বিভাগে রোগী ভর্তি করতে চান না হাসপাতাল কর্তৃপক্ষ। বহির্বিভাগের চিকিৎসককে দেখানোর নির্দেশ দেওয়া হয়। তাই সেখানে বাড়তি চাপ পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কেউ অসুস্থ হয়ে গেলেও হাসপাতালের কর্মীরা তাঁকে অপেক্ষা করতেই বলেন। ফি-দিন বহু রোগী বহির্বিভাগে দেখানোর লাইনে অপেক্ষা করার সময় অসুস্থ হয়ে পড়েন। দুপুর ১২টার পরে কোনও পরীক্ষানিরীক্ষাও হয় না। ফলে আরও ভোগান্তি।