শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ সপ্তাহ পালন

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০১৭
news-image

কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক শনিবার পর্যন্ত ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ সপ্তাহ পালন করল। দেশের মোট ১৬১টি জেলায় এই কার্যসূচি রূপায়িত হয়েছে। মন্ত্রক চাইছে, এখন দেশের সব কটি জেলায় এই কার্যসূচি রূপায়ণ হোক। ২০১৫ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও, বেটি পড়াও’ কার্যসূচির সূচনা করেন। ২০১১’র জনগণনা অনুযায়ী যেসব জেলায় লিঙ্গানুপাতে বৈষম্য রয়েছে, সেগুলিতে এই কার্যসূচি রূপায়ণের ওপর জোর দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে পরিস্থিতি সবচেয়ে খারাপ কলকাতায়। এখানে প্রতি হাজার ছেলের মধ্যে মেয়ের সংখ্যা ৮৯৯। ২০১৫ সালের হিসাবে এ রাজ্যের অন্যান্য কিছু জলার ছবিটা এ রকম। হাওড়া ৯৩৫, উত্তর দিনাজপুর ৯৩৬, পূর্ব মেদিনীপুর ৯৩৬, মালদা ৯৩৯, কোচবিহার ৯৪২, বর্ধমান ৯৪৩, নদীয়া ৯৪৭, দক্ষিণ ২৪ পরগণা ৯৪৯, উত্তর ২৪ পরগণা ৯৪৯, বাঁকুড়া ৯৫৪, দক্ষিণ দিনাজপুর ৯৫৪, জলপাইগুড়ি ৯৫৪, পুরুলিয়া ৯৫৫, বীরভূম ৯৫৬, মুর্শিদাবাদ ৯৫৭, হুগলী ৯৫৮, পশ্চিম মেদিনীপুর ৯৬০, দার্জিলিং ৯৭১।