শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০১৭
news-image

শুক্রবার তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। একদিনের সিরিজে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। গত ম্যাচে ভারত না হারলে ইতিমধ্যে টি-২০ সিরিজও কোহলি ব্রিগেডের হাতে থাকত।
সেরা ব্যাটিং লাইন-আপ নিয়েও শেষ রক্ষা হয়নি। একদিকে আবহাওয়া অন্যদিক পিচ, দুয়ে মিলে গুয়াহাটি ম্যাচ বেশ চাপে ফেলেছিল টিম ইন্ডিয়াকে। বৃষ্টি ম্যাচ শরুর আগেই কোহলিদের কাছে ভিলেন হয়ে গিয়েছিল। আর সেটাই ব্রহ্মাস্ত্র হয়ে যায় অস্ট্রেলিয়ার। ভেজা পিচে বল যে সুইং করবে তা জানা কথা। সেই সুযোগটা একটুও ছাড়েননি জ্যাসন বেহেরনডর্ফ। বিরাটদের ফাঁদে ফেলেছিল এই বাঁ-হাতি পেসার। একধাক্কায় ভেঙে দিয়েছিল ভারতীয় টপ অর্ডার। এক এক করে ফিরতে হয় রোহিত শর্মা, বিরাট কোহলি, মণীশ পাণ্ডে ও শিখর ধাওয়ানকে। অন্যরা টুকটাক রান করলেও বিরাটের হাত শূন্য ছিল। অজ়ি বোলারের পেস অ্যাটাকই ধরাশায়ী করে দেয় কোহলিদের। গত ম্যাচে আচমকা জ্যাসনের ভয়ঙ্কর রূপ দেখে কিছুটা তাজ্জব হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং অর্ডার। তাই আজকের ডিসাইডার ম্যাচে বাঁ-হাতি পেসারদের একটু সমঝে চলতে হবে। জাম্পার দিকেও খেয়াল রাখতে হবে। গত ম্যাচে ভারতের টপ অর্ডার যখন কয়েক ওভারেই ধসে পড়েছে, তখন এই স্পিনার ধোনিকে ফিরিয়ে দিয়ে আরও কিছুটা সুবিধা করে নিয়েছিলেন।