বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইস্তফাপত্র জমা মুর্শিদাবাদের দুই চিকিৎসক

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০১৭
news-image

একই দিনে জোড়া ইস্তফা৷ আর এই দু’টি ইস্তফাপত্র জমা দিয়েছেন মুর্শিদাবাদের দুই চিকিৎসক৷ যদিও তাঁরা ওই জেলার দু’টি ভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক৷ তবে তাঁদের পদত্যাগ করার কারণ এক৷ দু’জনেই কর্তব্যরত অবস্থায় রোগীর আত্মীয়দের হাতে প্রহৃত হয়েছিলেন৷ ইস্তফাপত্র জমা দেওয়া দুই চিকিৎসকের মধ্যে একজন দেবেন্দ্রনাথ সরকার৷ অন্যজন প্রদীপ বিশ্বাস৷ দেবেন্দ্রনাথ সরকার লালবাগের জিয়াগঞ্জ হাসপাতালের চিকিৎসক ছিলেন৷ আর প্রদীপবাবু চিকিৎসা করতেন আজিমগঞ্জ এজি হাসপাতালে৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে জিয়াগঞ্জের আমাই পাড়ার এক বাসিন্দা তাপস দাসকে জিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেখানে নিয়ে আসার আগে ওই যুবকের মৃত্যু হয়৷কিন্তু তা মানতে রাজি হননি তাপসের পরিজনরা৷ তাঁদের অভিযোগ, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হওয়ার জন্যই মৃত্যু হয় তাপসের৷ তখন হাসপাতালে ছিলেন দেবেন্দ্রনাথ সরকার৷ অভিযোগ, তাঁকে হেনস্তা করা হয়৷ রোগীর আত্মীয়দের চাপে পড়ে তিনি মৃত তাপসকে তিনি ইনজেকশন ও স্যালাইন দিতে বাধ্য হন৷ওই চিকিৎসকের দাবি এই ঘটনার পর থেকে তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন৷ তাই ইস্তফা দিয়েছেন৷