বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে দাবানলে ১০ জনের প্রাণহানি

News Sundarban.com :
অক্টোবর ১০, ২০১৭
news-image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরো বেশ কয়েক জন। এ ঘটনায় শত-শত ঘরবাড়ি পুড়ে গেছে। প্রায় ২০ হাজার স্থানীয় বাসিন্দা দাবানলের ভয়াবতা মোকাবেলা করছে।

 

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার ঘর-বাড়ি
স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে বলে রয়টার্সের খবরে বলা হয়। দাবানল শুরু হওয়ার পরপরই স্থানীয় দমকল বাহিনী দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত রেখেছে।

ক্যালিফোর্নিয়ার গর্ভনর জেরি ব্রাউন রাজ্যের নাপা, সোনোমা, ইউবা এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে সবাই সতর্ক ও নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন।

 

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছর ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১৩ জনের প্রাণহানি হয়েছে। এবার এই দাবানলের মধ্যদিয়ে গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি নাগরিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে যাচ্ছে।