বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরুখের ক্যান্টিন ভেঙে দেওয়া হলো

News Sundarban.com :
অক্টোবর ৭, ২০১৭
news-image

শুক্রবার মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মীরা শাহরুখের রেড চিলিস প্রযোজনা সংস্থার একটি অফিসের ওই ক্যান্টিনটি ভেঙে দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে।

অভিযোগ, বেআইনিভাবে অফিসের টেরাসটিকে ক্যান্টিনে পরিবর্তিত করা হয়েছে এবং উপযুক্ত ফায়ার সেফটিও রাখা হয়নি। ফলে যে কোনও মুহূর্তে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা প্রবল।

মালাড-এর ডিএলএইচ পার্ক বিল্ডিংয়ের চতুর্থ তলাটি কেনা হয় সংস্থার ভিএফএক্স টিমের কাজের জন্য। ওই ফ্লোরেই ২হাজার স্কয়ার ফিটের একটি ওপেন টেরাস রয়েছে। মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সংস্থার বিরুদ্ধে অভিযোগ যে এই ওপেন টেরাসটিকেই ক্যান্টিনে পরিবর্তিত করা হয়েছে যা অগ্নিপ্রতিরোধক নিয়মাবলী বিরুদ্ধ।

এবেলা বলছে, রেড চিলিসের মুখপাত্রের দাবি এই ক্যান্টিনটি কোনও চালু ক্যান্টিন নয়। এই ওপেন এয়ার টেরাসটিকে ঢেকে দেওয়া হয়েছিল যাতে সেখানে বসে কর্মীরা তাদের বাড়ি থেকে আনা খাবার খেতে পারেন। গোটা বিষয়টিই ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গত, রেড চিলিস-এর এই অফিসটিতে প্রায় ৩১৬ জন কর্মী কাজ করেন।

জানা গেছে, মিউনিসিপ্যালিটি থেকে ক্যান্টিন ভাঙার অর্ডার হওয়ারপরে শাহরুখ খানের পক্ষ থেকে আইনজীবীরা স্টে অর্ডারের জন্য আবেদন করেন কিন্তু কোনও লাভ হয়নি।
-এবেলা