শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাস ভেগাসের হামলার উদ্দেশ্য আসলে কী ছিল ?

News Sundarban.com :
অক্টোবর ৩, ২০১৭
news-image

আমেরিকার পুলিশ এখন খুঁজে বের করার চেষ্টা করছে ঠিক কী কারণে স্টিফেন প্যাডক গুলি চালিয়েছিলো। ঐ হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৯ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছে।

নেভাডার বাসিন্দা স্টিফেন প্যাডক নামের এক বন্দুকধারী পাশের মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই হত্যাকাণ্ড ঘটায়।

সেসময় আমেরিকার লাস ভেগাসে রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভালে ২২০০০ মানুষ জমায়েত হয়েছিল। হোটেলটির ঐ কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে ২৩ টি বন্দুক এবং ১৯টি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করে নেভাডায় তার বাড়ি থেকে।

কিন্তু এখনো পর্যন্ত হামলার উদ্দেশ্য আসলে কী ছিল সেটা বের করা যায় নি।

তদন্তকারী সংস্থাগুলো এই হামলার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোন যোগসূত্র খুঁজে পায়নি। যদিও কথিত ইসলামিক স্টেট প্যাডককে তাদের একজন সৈন্য বলে দাবি করেছে।

কয়েকজন মনোবিজ্ঞানী ধারণা করছেন তার মানসিক সমস্যা ছিল কিন্তু সেটা পক্ষেও জোড়ালো কোন যুক্তি পাওয়া যায় নি।

হামলাকারীর ভাই এরিক প্যাডক তার ভাইয়ের এমন ঘটনায় জড়িত থাকায় বিস্ময় প্রকাশ করে বলেন যে, তাদের কোনও ধারনাই নেই কেন সে এমনটি ঘটিয়েছে।

এমন ঘটনা পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করবে বলে, উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিস্টার ট্রাম্প বলছেন, “এটা সাক্ষাত শয়তানের কাজ। এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটিজ এটি নিয়ে কাজ শুরু করেছে এবং স্থানীয় প্রশাসনও তাদের সাহায্য করছে।”