বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টানা ছুটিতে আর্থিক ক্ষতির মুখে অবসরপ্রাপ্তরা

News Sundarban.com :
অক্টোবর ৩, ২০১৭
news-image

এবার পুজোয় লাগাতার ছুটি ৷ ফলে বিপাকে পড়েছেন রাজ্য সরকারী কর্মচারীরা ৷ বিশেষ করে সরকারি দফতরে টানা ছুটিতে আর্থিক ক্ষতির মুখে অবসরপ্রাপ্তরা ৷ ছুটির মধ্যেই বদলে গিয়েছে ক্যালেন্ডারের পাতা, কিন্তু মাস শেষে পড়েনি পেনশন ৷ উল্টে পেনশন না পড়ায় পকেট থেকে উপরি টাকা গুনতেও হতে পারে সরকারি কর্মচারীদের ৷
পুজোর কারণে লম্বা ছুটি সমস্ত সরকারি দফতরে ৷ ক্যালেন্ডার অনুযায়ী, মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, ষঠির দিন থেকেই পুজোর ছুটি শুরু হয় ৷ শেষ হয়েছে শনিবার ৩০ সেপ্টেম্বর ৷ কিন্তু দুর্গাপুজো শেষে একাদশীর দিন ১ অক্টোবর, রবিবার-মহরম ৷ এবং ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর ছুটি ৷ ফলে, সমস্ত সরকারি দফতর খুলবে মঙ্গলবার ৩ অক্টোবর ৷ কোনও কোনও দফতর খুলবে ৯ অক্টোবর সোমবার ৷