শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিন্তু রয়েছে বেশ চাপে

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৫, ২০১৭
news-image

শ্রীলঙ্কা ক্রিকেটে ডামাডোল অব্যাহত। দল নেই ছন্দে। তার উপর প্রাক্তন ক্রিকেটাররা গড়াপেটার অভিযোগ তুলে দিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিন্তু রয়েছে বেশ চাপে। কিছুদিন আগেই দ্বীপপুঞ্জের প্রাক্তন ক্রিকেটার বিক্রমসিংহে অভিযোগ করেছিলেন, ঘরের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে গড়াপেটা হয়েছে। ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচটি হেরে যায় শ্রীলঙ্কা। জিম্বাবোয়ের কাছে সিরিজও খোয়াতে হয় তাদের। ওই ম্যাচ নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন বিক্রমসিংহে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ পাঁচে না নেমে কেন ওই ম্যাচে তিনে এলেন। এমনকী গুরুত্বপূর্ণ সময়ে লাসিথ মালিঙ্গাকে কেন আক্রমণে আনা হয়নি সে প্রশ্নও তোলেন তিনি। এরপরই শ্রীলঙ্কান ক্রিকেটাররা অভিযোগের সত্যতা প্রমাণের জন্য, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দেন। দীনেশ চণ্ডীমল, উপুল থরঙ্গা সহ ৪০ জন ক্রিকেটারের সই রয়েছে ওই চিঠিতে। বোর্ডের পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয় আইসিসিকে।