শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছুটির পর নারদ কান্ডে চার্জশিট দাখিল করবে সি বি আই

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৫, ২০১৭
news-image

পুজোর ছুটির পর আদালত খুললেই নারদ কান্ডে চার্জশিট দাখিল করবে সি বি আই ৷ এখন চলছে চার্জশিট তৈরির কাজ ৷ তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্যপ্রমাণ সহকারে চার্জশিট জমা দেওয়া হবে নগর দায়রা আদালতে বিশেষ সি বি আই কোর্টে ৷ যেহেতু হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে, তাই চার্জশিটের কপি হাইকোর্টেও জমা দেওয়া হবে বলে সি বি আই সুত্রে জানা গেছে ৷ ২০১৬ সালের বিধানভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসে নারদা স্টিং অপারেশনের ফুটেজ ৷ যেখানে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদকে ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের থেকে ‘ঘুষ’ নিতে দেখা গিয়েছে ৷ ওই ঘটনার পরে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় ৷ হাইকোর্টের নির্দেশে কমিটি গঠন করা হয় ৷ স্টিং অপারেশনের ফুটেজ সেন্ট্রেল ফরেন্সিক সায়েন্স ল্যাবে (সি এফ এস এল) পাঠানো হয় ৷ সি এফ এস এল হাইকোর্টকে রিপোর্ট দিয়ে জানায়, নারদার ফুটেজ জাল নয় ৷ তারপরই হাইকোর্ট সিবিআইকে মামলা রুজু করে তদন্ত শুরু করতে বলে ৷ নড়ে চড়ে বসে সি বি আই ৷ ফুটেজে যে ১৩ অভিযুক্তকে ঘুষ নিতে দেখা যায়, তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সি বি আই ৷ সেই মামলায় প্রত্যেককেই জেরার প্রক্রিয়া শেষ হয়েছে ৷