বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজোয় রোজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৩, ২০১৭
news-image

আগামী দু–তিন রোদ ঝলমলে আকাশ। মাঝেমধ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে অবশ্য রোজই বৃষ্টি ঝরবে। বৃহস্পতিবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিন মাঝেমধ্যেই বৃষ্টি হয়েছে। মুখ ভার ছিল পুজো কর্তাদের। বৃষ্টির হাত থেকে বাঁচাতে কুমোরটুলিতে পলিথিনের চাদরে মুড়ে ফেলা হয় প্রতিমা। বহু জায়গায় মণ্ডপও ঢেকে ফেলা হয় পলিথিনে। বৃহস্পতিবার আকাশ ছিল মোটামুটি পরিষ্কারই। কলকাতায় হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়। তবে তা ২–৩ মিনিটের জন্য। রোদ ঝলমলে আকাশ থাকায় পুজো উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিমা শিল্পীদের মুখে হাসি ফোটে। আগামী কয়েকদিন রোদ ঝলমলে থাকবে, আবহাওয়া দফতরের ঘোষণায় সেই হাসি আরও চওড়া হয়েছে। পুজোর ঘণ্টা বেজে গেছে। হাতে আর দু–তিন দিন সময়। এর মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি, তুলির টান সেরে ফেলতে হবে। তারপর উৎসবের ঢাকে কাঠি। মণ্ডপে মণ্ডপে নামবে জন–ঢল। বৃষ্টি বাঁচিয়ে তাই চলছে শেষ বেলার কাজ।
এদিকে, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, সোমবার পঞ্চমীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যা হবে তা নেহাতই বিক্ষিপ্ত।