বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারদ কান্ডে এবার ই ডি-র নোটিশ মদন মিত্র, কাকলি ঘোষ দস্তিদার

News Sundarban.com :
সেপ্টেম্বর ২২, ২০১৭
news-image

নারদ কান্ডে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ই ডি-র নোটিশ পেলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ আগামী ৯ অক্টোবর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে৷ বৃহস্পতিবার একইসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেও৷ তাঁকে বলা হয়েছে ৬ অক্টোবর ই ডি-র দফতরে হাজির থাকতে।
নারদা স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে তৃণমূলের এই দুই নেতাকেই ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গিয়েছিল৷ দু’জনই ম্যাথুকে তাঁর ভুয়ো সংস্থার ব্যবসায় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ৷ ইডি সূত্রে খবর, ম্যাথুর থেকে নেওয়া টাকা তারা কোথায় খরচ করেছিলেন তা জানার জন্যই জিজ্ঞাসাবাদ করা হবে মদন মিত্র কাকলি ঘোষ দস্তিদারকে। সেই টাকার হিসেবও চাওয়া হবে৷ তাই তাদের ব্যঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত আনতে বলা হয়েছে। বলা হয়েছে আয়কর সংক্রান্ত তথ্যাদি আনতেও।