জুটি বাঁধতে যাচ্ছেন দুই সেরাটেনিস তারকা ফেদেরার ও নাদাল

দুই বিশ্বসেরা সাঁতারু মাইকেল ফেলপস ও ইয়ান থর্প ব্যাটন করছেন করছেন উসাইন বোল্ট ও জাস্টিন গ্যাটলিনের সঙ্গে। একদিকে দুই কিংবদন্তি সাঁতারু; অন্যদিকে বিশ্বের দুই সেরা অ্যাথলেট। এই কল্পনা বাস্তবে রূপ না নিলেও টেনিসপ্রেমীরা দারুণ কিছুই দেখতে যাচ্ছেন কোর্টে। বিশ্বের সর্বকালের অন্যতম দুই সেরাটেনিস তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন।
আসন্ন লেভার কাপ টুর্নামেন্টে অংশ নেবেন ফেদেরার ও নাদাল। এককে ফেদেরারের লক্ষ্য থাকবে শিরোপা জিতে নাদালকে হারিয়ে শিরোপা জেতা। কিন্তু দ্বৈতে একসঙ্গে লড়তে দেখা যেতে পারে সুইস ও স্প্যানিশ তারকাকে।
শুক্রবার শুরু হবে লেভার কাপ। এককে ইউরোপের ছয় সেরা খেলোয়াড় লড়বেন বিশ্ব একাদশের ছয় সেরা খেলোয়াড়ের বিপক্ষে। ১১ বারের মেজর চ্যাম্পিয়ন রড লেভারের সম্মানে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
এককে পাশাপাশি দ্বৈতেও খেলবেন তারকারা। প্রতিদিন এককের তিনটি দ্বৈতের একটি ম্যাচ কোর্টে গড়াবে।
ফেদেরার এবং নাদাল দ্বৈতে একে অন্যের সঙ্গে জুটি বাঁধার ব্যাপারে আগ্রহী। এপিকে ফেডএক্স জানিয়েছেন, নাদালের সঙ্গে খেলাটা উপভোগ করবেন তিনি। অন্যদিকে রাফা’র মন্তব্য, ফেদেরারের সঙ্গে খেলতে পারাটা হবে অসাধারণ।