শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ইস্যুঃ যারা বাংলাদেশে গেছে তাদের জন্য চীন ত্রাণ পাঠাবে

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি সমর্থনের কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, জাতীয় স্থিতিশীলতায় মিয়ানমারের চেষ্টার বিষয়টি বুঝতে পারে চীন এবং এ প্রচেষ্টায় সমর্থন রয়েছে চীনের। যারা বাংলাদেশে গেছে তাদের জন্য চীনের সহমর্মিতা রয়েছে এবং চীন তাদের জন্য ত্রাণ পাঠাবে

এর আগেও চীন তার অবস্থান পরিষ্কার করে রোহিঙ্গা ইস্যুতে। জানিয়ে দেয়, রাখাইনে মিয়ানমার সরকার শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যে তৎপরতা চালাচ্ছে তাতে চীনের সমর্থন রয়েছে। আর এবার সরাসরি জাতিসংঘ মহাসচিবকে সেই কথা জানিয়ে দেয়া হলো।

তবে বিবৃতিতে বলা হয়, ।

এর আগে রাখাইনে নৃশংসতার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যু উত্থাপনের দাবি জোরালে হলে মিয়ানমার চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করে।নিরাপত্তা পরিষদের এই সদস্যদের মিয়ানমার বোঝানোর চেষ্টা করে, যাতে জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার চেষ্টা হলে তাতে তারা বাধা দেয়।

নিরাপত্তা পরিষদে শক্তিধর অবস্থানে রয়েছে চীন ও রাশিয়া। তারা কোনো একটি প্রস্তাবে ভেটো দিলেই তা আর আলোর মুখ দেখার সম্ভাবনা ক্ষীণ। তাই এ দুটি দেশকে হাতে নেয়ার চেষ্টা চালায় মিয়ানমার। এ ছাড়া এ দুটি দেশ মিয়ানমারে বড় অংকের অস্ত্র বিক্রি করে। ফলে তাদেরও এক্ষেত্রে স্বার্থ আছে। দৃশ্যত মিয়ানমারের সেই চেষ্টা কাজে লেগেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে মিয়ানমার ইস্যুতে চীনের সর্বশেষ এই বিবৃতিতে।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে সহিংসতার পর চার লাখ ১০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে এসেছেন। তাদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে জাতিসংঘ তাকে জাতিনিধন বলে অভিহিত করেছে।