বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বকখালি পল্লিসমাজের ২৪তম শারদোত্সবের ভাবনা রাজস্থানের বিষ্ণুমন্দির

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

ঝোটন
যুগের সঙ্গে তাল মিলিয়ে পুজোর থিমের বদল হচ্ছে। মডার্ন যুগে মডার্ন থিম। পুরনো থিম ক্রমশঃ হারিয়ে যাচ্ছে। বর্তমান যুগে পুরনো থিম আমাদের সামনে তুলে ধরতে চলেছে বকখালি পল্লিসমাজ। ২৪তম শারদোত্সবের ভাবনা রাজস্থানের বিষ্ণুমন্দির। যা এক চিরন্তন চিত্রকলা। পল্লিসমাজ ক্লাবের ১৫ লক্ষ টাকা বাজেটের এই প্রচেষ্টাকে বাস্তবে রূপায়িত করে তুলবেন শিল্পী প্রসাদ খাঁড়া। থিম প্রসঙ্গে শিল্পী জানালেন, ২ মাস ধরে চলছে এই থিম গড়ার কাজ। আশা করি ঠিক সময়েই আমরা রাজস্থানের বিষ্ণুমন্দিরের চিত্র সকল দর্শনার্থীর সামনে তুলে ধরতে পারব। অন্যদিকে, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করছেন সাধন দলপতি। পুজো কমিটির সভাপতি বাবলু প্রামাণিক বলেন, আমরা এবছর পুরনো আদলের একটি থিম দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চলেছি। খড় ও মাটি দিয়ে অজন্তা প্যাটার্নের ২০ ফিট দুর্গার আবির্ভাব ঘটাব আমাদের এই প্রাচীন থিম রাজস্থানের বিষ্ণুমন্দিরের মধ্যে। তিনি আরও বলেন, আমরা আশা করি এবছর অনেক দর্শনার্থীর আগমন ঘটবে। এছাড়া পল্লিসমাজ পুজো কমিটির সম্পাদক মধুসূদন মান্না জানান, গতবছরের তুলনায় এবছর নিরাপত্তার উপর জোর দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার্স ও পুজো কমিটির স্বেচ্ছাসেবকবৃন্দ। তিনি আরও বলেন, অন্যান্য বছরের মতো দুঃস্থ মানুষদের জন্য থাকছে বস্ত্র বিতরণ। যুগ্ম সহ-সভাপতি সুবোধ বর্মন ও পুজো কমিটির অন্যতম সদস্য সুদর্শন সর্দার জানান, উত্তরবঙ্গের বন্যা-দুর্গতদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে। এছাড়া আমাদের এই পল্লিসমাজ ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয় সমাজ সেবামূলক কাজ। পুজো কমিটির কোষাধ্যক্ষ সত্যজিত্ ভুঁইয়া বলেন, এবছর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি থাকছে আমাদের ব্লকের পুরনো শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো উদ্বোধনে আসছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা।