শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথমবার একটু ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছিলাম: দেব

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

দ্বিতীয় ‘সন্তান’ আসছে টলিউড অভিনেতা দেবের জীবনে। প্রথম জনের সঙ্গে তার বয়সের ফারাক মাত্র তিন মাস!

অবাক হলেও এ কথা সত্যি। কারণ দেবের প্রথম ছবি ‘চ্যাম্প’ মুক্তি পেয়েছিল ২৩ জুন ২০১৭। আর তার প্রোডাকশনের দ্বিতীয় ছবি ‘ককপিট’ মুক্তি পাচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর।

নায়ক হিসেবে ক্যারিয়ারের অনেকগুলো দিন পেরিয়ে এসেছেন দেব। কিন্তু প্রযোজক দেবের সবেমাত্র দু’য়ে পা। নিজের সব ছবিই তার কাছে স্পেশ্যাল। তবে যখন প্রযোজনার দায়িত্ব কাঁধে চাপে তখন বাড়তি চাপ তো থাকেই। তাই সে ছবি অনেকটা সন্তানের মতোই। যার দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন দেব।

প্রথম সন্তানের জন্মলগ্নে অর্থাৎ ‘চ্যাম্প’-এর মিউজিক লঞ্চে কেঁদে ফেলেছিলেন দেব। আর দ্বিতীয় সন্তানের জন্মের আগে উড়লেন আকাশে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়।

দেবের কথায়, ‘প্রথমবার একটু ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছিলাম। এ বার একটু অন্যরকম হল। সারাদিন বেশ একটা পিকনিকের মতো। আমি তো এটাই চেয়েছিলাম। ককপিট আমার জীবনে খুব স্পেশাল। খুব এক্সাইটেড লাগছে।’

এমন অভিনব কায়দায় প্রচার এর আগে দেখেনি ইন্ডাস্ট্রি। টলিউড তো বটেই, সম্ভবত বলিউডেও মাঝ আকাশে প্রচার এর আগে হয়নি। অন্তত দেব তেমনটাই দাবি করেছেন। দুর্গা পুজোয় একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে। তার আগে অভিনব প্রচার দিয়ে লাইমলাইট অনেকটাই কেড়ে নিল ‘ককপিট’। তবে বক্স অফিসের বিচারে শেষ হাসিটা কি হাসতে পারবেন দেব? প্রশ্নটা ঘুরছে টলি পাড়ার অন্দরে।