বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যৌনকর্মীদের এ বার অধিকার রক্ষার পুজো

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

কন্যা শ্রী প্রকল্পে পুরস্কার পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনাগাছি ঘুরে আসতে বলেছিলেন তসলিমা নাসরিন ৷ সেই সোনাগাছির যৌনকর্মীরা এ বার অধিকার রক্ষার পুজো করছেন৷ তাঁরা শুধুমাত্র আর উৎসবের আনন্দে মেতে থাকছেন না ৷ কারণ, সোনাগাছির যৌনকর্মীরা আদালতের নির্দেশে নিজেদের মতো করে দুর্গাপুজোর আয়োজনের অনুমতি পেয়েছেন ৷
প্রতি বছর দুর্গাপুজোর আয়োজনের জন্য আদালতের দ্বারস্থ হতেন সোনাগাছির যৌনকর্মীরা ৷ গত বছরেও এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়নি ৷ যার জেরে, গত বছর শেষ পর্যন্ত আর দুর্গাপুজো করেননি তাঁরা ৷ কারণ, সোনাগাছির যৌনকর্মীরা চাইছিলেন, আদালতে এই ধরনের সমস্যার সমাধান হোক৷ একই সঙ্গে তাঁরা এমন প্রত্যাশাও রেখেছিলেন, এই বছরে কোনও সমাধান সূত্র মিলবে ৷ আর, তার জন্য আগে থেকেই তাঁরা আদালতের দ্বারস্থ হবেন ৷ কারণ, দুর্গাপুজোর আয়োজনের জন্য আদালতের নির্দেশ পাওয়ার পরে সেভাবে সময় আর থাকত না ৷
শেষ পর্যন্ত আদালতের রায় এ বার সোনাগাছির যৌনকর্মীদের পক্ষেই এসেছে ৷ পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের অন্যতম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির মুখ্য উপদেষ্টা, ডাক্তার স্মরজিৎ জানা বলেন, ‘‘ আদালতের নির্দেশ অনুযায়ী যৌনকর্মীরা এ বার নিজেদের মতো দুর্গাপুজোর আয়োজন করছেন ৷ আনন্দ, উৎসবের পাশাপাশি এ বার অধিকার প্রতিষ্ঠার পুজো হচ্ছে ৷ ’’
রাস্তার উপরে দুর্গাপুজোর মণ্ডপকে কেন্দ্র করে ‘বিতর্কে’র সূত্রপাত ৷ আর, তার জেরেই প্রতি বছর দুর্গাপুজোর আয়োজনের জন্য আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া সোনাগাছির যৌনকর্মীদের কাছে অন্য আর কোনও উপায় থাকত না ৷